HSC MODEL TEST 2024
POWERED BY MATHLETES
চট্টগ্রামের সর্ববৃহৎ অফলাইন মডেল টেষ্ট প্রোগ্রামে তোমাকে স্বাগতম জানাই। প্রতি বছর হাজার হাজার ছাত্র-ছাত্রী আমাদের এই মডেল টেষ্ট প্রোগ্রামে যুক্ত হয়ে তাদের HSC প্রিপারেশন একধাপ এগিয়ে নিয়ে যায়। তোমাকেও আমন্ত্রণ জানাই ম্যাথলেটস আয়োজিত এই মডেল টেষ্ট প্রোগ্রামে।
- ৭টি বিষয়ে পরীক্ষা
- ৪০টি অধ্যায়ভিত্তিক পরীক্ষা
- ১৩টি পূর্ণাঙ্গ পরীক্ষা
- ১টি স্পেশাল টেষ্ট সহ সর্বমোট ৫৪টি পরিক্ষা
- সল্ভশীট প্রদান
- পছন্দমত ব্যাচে ভর্তি হওয়া সুযোগ
কোর্স সম্পর্কে বিস্তারিত
-সর্বমোট ৫৪টি পরীক্ষার মাধ্যমে এইচএসসি বহুনির্বাচনি প্রস্ততি।
অভিজ্ঞ শিক্ষক দ্বারা প্রশ্নপত্র তৈরি এবং খাতা মূল্যায়ন।
-প্রতিটি প্রশ্নের স্ললভশীট প্রদান।
– প্রতিটি পরীক্ষার সময় ১ ঘন্টা ২০ মিনিট।
-অধ্যায়ভিত্তিক পরীক্ষাগুলো ৫০ নম্বরের এবং পূর্ণাঙ্গ পরীক্ষা সম্পূর্ণ HSC অনুরূপ হবে।
– সৃজনশীলপ্রশ্ন এবং MCQ-তে ভালো মার্কস পেতে সাহায্য করবে।
– কম সময়ে গোছানো ও সঠিকভাবে প্রস্তুতি নিশ্চিত করতে সহায়তা করবে।
– নির্ধারিত সময়ের মধ্যেই MCQ এবং সৃজনশীল প্রশ্নের উত্তর করার টাইম ম্যানেজমেন্ট স্কিল শিখবে।
– শিক্ষার্থীরা সব প্রশ্ন বুঝে ও শর্টকার্ট পদ্ধতিতে স্বল্প সময়ে উত্তর করতে পারেবে।
– পরীক্ষায় কী ধরনের প্রশ্ন আসতে পারে এবং কিভাবে সেগুলোর সমাধান করতে হবে তা জানবে।
২০২৩ সালের এইচএসসি পরীক্ষায় গড় পাসের হার ছিল ৭৮ দশমিক ৬৪। অথচ ২০২২ সালে এই হার ছিল ৮৫ দশমিক ৯৫। অর্থাৎ ২০২৩ সালে পাসের হার কমেছে ৭ দশমিক ৩১ শতাংশ। অন্যদিকে, গত বছর দেশের ১১টি শিক্ষা বোর্ডে পরীক্ষায় অংশ নেওয়া সাড়ে ১৩ লাখের বেশি শিক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৯২ হাজার ৫৯৫ জন। ২০২২ সালে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ছিল ১ লাখ ৭৬ হাজার ২৮২ জন। সেই হিসাবে ২০২৩ সালে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে ৮৩ হাজার ৬৮৭ জন।
তার মানে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, প্রতি বছর জিপিএ ফাইভের হার উল্লেখযোগ্য পরিমাণে কমছে। এর মূল কারণ হলো শিক্ষার্থীদের একটা বড় অংশই নৈর্ব্যক্তিকে বেশি নম্বর পায় না৷ যার কারণে এ প্লাস মিস হয়েই যায়। আবার বিভাগীয় বিষয়গুলোতে বেশি জোর দিতে যেয়ে বাংলা, ইংরেজি, আইসিটির মতো বিষয়গুলোতে খুব বেশি গুরুত্ব দেওয়া হয় না। তাই আমাদের ম্যাথলেটসে পরীক্ষা গুলো নিয়মিত দেওয়ার মাধ্যমে তোমার HSC পরীক্ষার জন্য সম্পূর্ণ প্রস্তুতি সেরাভাবে সম্পন্ন হবে।
তাই এখন থেকেই এইচএসসির সৃজনশীল এবং MCQ এর উপর সেরা প্রস্তুতি নিশ্চিত করতে ভর্তি হয়ে যাও আমাদের ম্যাথলেটস আয়োজিত HSC 24 মডেল টেস্টে। কারণ HSC 24 পরীক্ষায় স্বল্প সময়ের গোছানো প্রস্তুতি এবং জিপিএ ৫ নিশ্চিত করবে পরীক্ষাগুলো। আর সৃজনশীল পড়াশোনা সংক্রান্ত যেকোনো সমস্যার সমাধান পেতে জয়েন করে ফেলো আমাদের ফেসবুক গ্রুপে৷
সকল জিজ্ঞাসার জন্য

Facebook Group
Morning Section
8:00 - 9:30 / 9:30 - 11:00
11:00 - 12:30
গ্রুপে জয়েন রিকুয়েষ্ট পাঠিয়ে এপ্রুভের জন্য অফিসে যোগাযোগ করতে হবে।

HSC Model Test
Ranking Result
তোমাদের নাম এবং রোল নাম্বার অনুসারে রেজাল্ট তৈরি করা হয়েছে। সব পরীক্ষার রেজাল্ট তোমরা এখানেই দেখতে পাবে।

Facebook Group
Evening Section
12:30 - 02:00
02:30 - 04:00
গ্রুপে জয়েন রিকুয়েষ্ট পাঠিয়ে এপ্রুভের জন্য অফিসে যোগাযোগ করতে হবে।